ডিম্বাশয় বা ওভারি (Ovary) হচ্ছে নারীর প্রজননতন্ত্রের একটি অংশ। স্বাভাবিক নারীর শরীরে দুটি ডিম্বাশয় থাকে। পিসিওএস ডিম্বাশয়ের একটি রোগ। ‘পলি’ অর্থ অনেক এবং ‘সিস্ট’ অর্থ আবরণবেষ্টিত একটি অংশ, যার মধ্যে তরলজাতীয় পদার্থ থাকে। ডিম্বাশয়ে যখন এমন অসংখ্য সিস্ট থাকে, তখন ওই ডিম্বাশয়কে পলিসিস্টিক ওভারি বলে।